আমার সিলেট রিপোর্ট: মৌলভীবাজারে আজ
রোববার ১ অক্টোবর-২০২৩ তারিখে জেলা প্রশাসন মৌলভীবাজার ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে “সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা” এ প্রতিপাদ্যের আলোকে ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. উর্মি বিনতে সালাম, জেলা প্রশাসক, মৌলভীবাজার।
এ ছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন দপ্তরের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দরাও উপস্থিত ছিলেন।