Wednesday 30th of September 2020 02:57:02 AM
Monday 31st of August 2015 07:41:27 PM

মৌলভীবাজারে শহীদ ফারুকীর শাহাদাত বার্ষিকী

রাজনীতি ডেস্ক
আমার সিলেট ২৪.কম
মৌলভীবাজারে শহীদ ফারুকীর শাহাদাত বার্ষিকী

“সরকারের উদাসিনতার কারনেই খুনিরা গ্রেফতার হচ্ছে না”

আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১আগস্ট: বাংলাদেশ ইসলামী যুবসেনা-ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার উদ্দেগ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী (রঃ) প্রথম শাহাদাত বার্ষিকী উদযাপন ও খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ  ৩০শে আগষ্ট রবিবার বেলা ০২.০০ ঘটিকায় কুসুমবাগ পয়েন্টে অনুষ্ঠিত হয় ।

জেলা যুবসেনার সভাপতি এইচ এম মশাহিদ আলীর সভাপতিতে, জেলা ছাত্রসেনার সাধারন সম্পাদক এমএএম রাসেল মোস্তফার উপস্থাপনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট্য রাজনীতিবিদ ও শিল্পপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন যুবসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যুবনেতা খাজা ফারুক আহমদ।

বিশেষ অতিথি ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত মৌলভীবাজারের সভাপতি পীর আলী নুরুল্লাহ শাহ্, জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা শাহজালাল আহমদ আখঞ্জি, সহ-সভাপতি মাওলানা হারিছ আলকাদরি অধ্যক্ষ শেখ শিব্বির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুহিত হাসানী, সহ-সাধারন সম্পাদক মাষ্টার এম মইনুল ইসলাম খাঁন, জেলা যুবসেনার সিনিয়র সহ-সভাপতি কাজী কুতুব উদ্দিন, বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের মানব সম্পদ সম্পাদক এম. মুহিবুর রহমান মুহিব।

বিশেষ আকর্ষণ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের  প্রেসিডিয়াম সদস্য শহিদ আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী (রঃ) এর সাহেবজাদা আহমদ রেজা ফারুকী, ঢাকা মহনগর ছাত্রসেনার সভাপতি ও শহীদ ফারুকী হত্যা মামলার বাদি ইমরান হোসেন তুশার, জেলা যুবসেনার সহ সভাপতি সৈয়দ নাজাত উল্ল্যা সহ সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমদ, ডাঃ মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক নুর মোঃ বোরহান, সহ-সংগঠনিক সম্পাদক শাহ ফয়জুল মোস্তফা অর্থ সম্পাদক হাজ্বী ইজ্জাদুর রহমান সাজ্জাদ, মনিরুল ইসলাম চৌধুরী মোহন, সিলেট মহানগর ছাত্রসেনার সভাপতি শেখ কামরুল হাসান।

জেলা যুব নেতৃবন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রসেনার সভাপতি সৈয়দ মুফিদুল হক,  সহ-সভাপতি মইনুল ইসলাম আফরুজ, আব্দুল মুকিত হাসানী, আশরাফুল খাঁন রুহেল, মাহমুদুল হক সুমন, আব্দুল কাদির জিলানী, সামসুল হক, নাজমুল ইসলাম, আলমগীর হুসাইন, মোদ্দাছির হুসাইন, সাইফুল চৌধুরী, জয়নাল রেজা, মোঃ আব্দুর রহমান, মোঃ সাজাদ্দুর রহমান, দুরুদ আলী, বদরুল আলম, বিল্লাল  নাজমুল ইসলাম চৌধুরী প্রমুখ।

বক্তারা  বলেন বিশ্ব বরেন্য আলেমেদ্বীন আলমা ফারুকীকে নির্মম হত্যাকান্ডে একটি বৎসর অতিক্রম হলেও সরকারের উদাসীনতার কারণে আজও এই হত্যাকান্ডের কোন সুরাহা হচ্ছে না । বক্তরা  অবিলম্বে খুনিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান পরিশেষে এক বিশাল বিক্ষোভ মিছিল সহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি

 

 

 

 

 

 

 

 


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc