মৌলভীবাজারে কুলাউড়ায় ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-৩,আহত-৬

0
1075
মৌলভীবাজারে কুলাউড়ায় ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-৩,আহত-৬

জহিরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরায় রেলস্টেশন সংলগ্ন এলাকায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। রেলস্টেশনের কাছে হোসেনপুর রেলক্রসিং এলাকায় আজ রোববার ৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ দুপুর সোয়া একটার দিকে এই দুর্ঘটনা ঘটে।  

জানা যায়, ভাটেরা বাজার সংলগ্ন হোসেনপুর বাসস্ট্যান্ডের পশ্চিমে রেললাইনের ক্রসিংয়ে  দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় সাংবাদিকদের বলেন, ট্রেনটি অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসটিকে  ধাক্কা দেয়। এসময় ট্রেনটি নিয়ন্ত্রণে আসার আগ পযন্ত মাইক্রোবাসটিকে প্রায় আধা কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যায়। এরপর তাক্ষণিকভাবে স্থানীয়রা মাইক্রোবাসের ৬ যাত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, মাইক্রোবাসের তিনজন যাত্রী মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুহিবুর রহমান বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে চিকিৎসার জন্য আহতদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ওসমানী মেডিক্যাল সূত্র জানায়, হাসপাতালে তিনজনকে আহতাবস্থায় ভর্তি করা হয়েছে। তাদের কারও পরিচয় পাওয়া যায়নি। তবে লাবিব (৫) নামে এক শিশু ও ফরিদ (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।