মৌলভীবাজারের হাকালুকি হাওরে অদ্ভুদ দৃশ্য !

0
570
মৌলভীবাজারের হাকালুকি হাওরে অদ্ভুদ দৃশ্য !
মৌলভীবাজারের হাকালুকি হাওরে অদ্ভুদ দৃশ্য !

আফজাল হোসেন রুমেল, বড়লেখা থেকেঃ    শনিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দৃশ্যের দেখা মিলে। এ নিয়ে হাওর পাড়ের মানুষের মধ্যে ভয় ও কৌতুহল দেখা দেয়।

জানা যায়, অদ্ভুত এই দৃশ্যটি জলস্তম্ভ। জলস্তম্ভ’ হচ্ছে জল দিয়ে মোড়ানো বাতাসের তৈরি পিলার। যা টর্নেডোর ফলে এটি সৃষ্টি হয়। জলভাগের উপর শক্তিশালী টর্নেডো সৃষ্টি হলে প্রবলবেগে ঘূর্ণায়মান বায়ুর টানে জলভাগের জল টর্নেডোর কেন্দ্র বরাবর স্তম্ভাকারে ঘুরন্ত অবস্থায় উপরে উত্থিত হয়। একে জলস্তম্ভ(ওয়াটার স্পাউট) বলে।

তবে গ্রামাঞ্চলে এটি মেঘশূর,জল হস্তি নামে পরিচিত, একে ধ্বংসের প্রতীকও মনে করেন অনেকে।