মোল্লা শহীদকে সভাপতি ও শেখ জাকারিয়াকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট আহলে সুন্নাত ওয়াল জামায়াত শ্রীমঙ্গল উপজেলা শাখা গঠিত

    0
    449

    কাউন্সিলে সর্ব সম্মতিক্রমে অধ্যক্ষ মোল্লা শহীদকে সভাপতি, শেখ জাকারিয়াকে সাধারণ সম্পাদক ও আনিছুল ইসলাম আশরাফীকে সাংগঠনিক করে ৩৫ সদস্য বিশিষ্ট আহলে সুন্নাত ওয়াল জামায়াত শ্রীমঙ্গল উপজেলা শাখা গঠন করা হয়। 

    মোল্লা শহীদকে সভাপতি ও শেখ জাকারিয়াকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট আহলে সুন্নাত ওয়াল জামায়াত শ্রীমঙ্গল উপজেলা শাখা গঠিত
    মোল্লা শহীদকে সভাপতি ও শেখ জাকারিয়াকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট আহলে সুন্নাত ওয়াল জামায়াত শ্রীমঙ্গল উপজেলা শাখা গঠিত

    সত্য ন্যায়ের পথে আহবানকারী একমাত্র জান্নাতীদল আহলে সুন্নাত ওয়াল জামায়াত শ্রীমঙ্গল উপজেলা কাউন্সিল গতকাল শুক্রবার বাদ মাগরিব গাউছিয়া শফিকিয়া ছুন্নীয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব পীর আলী নূরুল্লাহ শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, মাওঃ সৈয়দ ফয়জুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস ছোবহান একলিম, আলহাজ্ব শেখ শামছুল আলম, অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ, সাবেক ছাত্র নেতা জামাল আহমদকাউন্সিল পরিচালনায় ছিলেন কাজী কুতুবুদ্দিন। 

    নব নির্বাচিত কমিটির কর্মকর্তারা হলেন,

    ১.  সভাপতি- অধ্যক্ষ মোল্লা শহীদ

    ২.  সহ সভাপতি- মুফতী শেখ নূরুল হক

    ৩.  সহ সভাপতি- মাও: ফারুক আহমদ দিনারপুরী

    ৪.  সহ সভাপতি- মাও: মোহাম্মদ লুৎফুর রহমান

    ৫.  সাধারণ সম্পাদক- শেখ জাকারিয়া আহমদ

    ৬.  সহ সাধারণ সম্পাদক- মাও: মুহিউদ্দিন

    ৭.  সহ সাধারণ সম্পাদক- ইয়াসির জাকারিয়া চৌধুরী

    ৮.  সাংগঠনিক সম্পাদক- আনিছুল ইসলাম আশরাফী

    ৯.  অর্থ সম্পাদক- ফয়জুল মোস্তফা

    ১০. প্রচার সম্পাদক- মাও: খলিল আহমদ জালালাবাদী

    ১১. শিা ও গ্রন্থনা সম্পাদক- মাও: রিয়াজুল করিম

    ১২. দপ্তর সম্পাদক- মাও: আশরাফ

    ১৩. সাংস্কৃতিক সম্পাদক- নূর মোহাম্মদ বুরহান

    ১৪. সমাজকল্যাণ সম্পাদক- মোহাম্মদ আব্দুল মজিদ

    ১৫. সদস্য- মাও: দেলোয়ার হোসেন

    ১৬. সদস্য- জুনাইদ আহমদ চৌধুরী জুনা

    ১৭. সদস্য- মোহাম্মদ মতিন মিয়া

    ১৮. সদস্য- মোহাম্মদ শামছুল হুদা

    ১৯. সদস্য- শেখ এনামুল হক

    ২০. সদস্য- মোল্লা ফয়েজ আহমদ

    ২১. সদস্য- হুমায়ুন কবির

    ২২. সদস্য- আব্দুল জব্বার

    ২৩. সদস্য- হেলাল আহমদ

    ২৪. সদস্য- খলিল সরদার

    ২৫. সদস্য- হাজী জয়নাল আবেদীন

    ২৬. সদস্য- ডা: জসিম উদ্দিন

    ২৭. সদস্য- জাহেদুর রহমান

    ২৮. সদস্য- কারী আব্দুল জলিল

    ২৯. সদস্য- মাও: শেখ একছিরুজ্জামান

    ৩০. সদস্য- মাও: এমএ হক নেজামী

    ৩১. সদস্য- আব্দুস ছোবহান

    ৩২. সদস্য-  মোহাম্মদ আবুল কালাম

    ৩৩. সদস্য- শেখ সাজ্জাদুর রহমান

    ৩৪. সদস্য- মাও: ছাহেব আলী

    ৩৫. সদস্য- মোহাম্মদ আব্দুল অদুদ