Sunday 27th of September 2020 07:03:32 AM
Thursday 21st of November 2013 11:42:59 PM

মুখ্য আকর্ষণই যে সানি লিওন

বিনোদন ডেস্ক
আমার সিলেট ২৪.কম
মুখ্য আকর্ষণই যে সানি লিওন

আমার সিলেট24ডটকম,২১নভেম্বরঃ বালাজির “রাগিনী এমএমএস ২” নিয়ে বাজার ক্রমশ গরম হয়ে উঠেছে।  এ ছবির মুখ্য আকর্ষণই যে সানি লিওন, তা বলার অপেক্ষা রাখে না। ছবি যত এগিয়ে চলেছে মুক্তির দিকে, তত উৎসাহী সানি লিওন ভক্তরা। বলা বাহুল্য, যৌনতার এই নারী এবার কোন রাগিণী বাজিয়েছেন তাঁর দেহপল্লবে, তাই নিয়ে জল্পনাকল্পনা তুঙ্গে। সানি মানেই তো যৌনতার আবেদন! “রাগিনী ২”এ তিনি এক বলিউড অভিনেত্রীরই চরিত্রে অভিনয় করবেন। বালাজি কুইন একতা সানির গরমাগরম আবেদন পর্দায় ছড়িয়ে দিতে কোথাও কার্পণ্য করবেন না, এমনটাই মত বি টাউন এক্সপার্টদের। শিখ পরিবারের এই নারী ছোটবেলায় অ্যাথলিট, স্ট্রিট হকি ও আইস স্কেটিং-এ পাল্লা দিতেন ছেলেদের সঙ্গে। বলিউড তাঁকে বেবাক বদলে দিল। এমনটা ভাবার অবশ্য কোনও কারণ নেই। সানির বাবা-মা তাঁকে পাঠিয়েছিলেন গোঁড়া ক্যাথলিক স্কুলে। তাতে থামানো যায়নি সানিকে। মাত্র ১১ বছর বয়সেই প্রথম চুম্বনের অভিজ্ঞতা ১৬ বছর বয়সি এক বাস্কেটবল খেলোয়াড়ের সঙ্গে। সানির ১৩ বছর বয়সে তাঁর বাবা-মা কার্যসূত্রে মিশিগানবাসী হন। সেখান থেকে ক্যালিফোর্নিয়ার লেক ফরেস্টে। সানির স্কুল-কলেজের পাঠ সেখানেই। আর সেই পরিবেশেই আরও দুঃসাহসী হয়ে ওঠা সানির। পরবর্তীতে বলিউড যে এমন এক সাহসী নায়িকাকে লুফে নেবে, তাতে অবাক হওয়ার কিছু নেই। যাবতীয় সংস্কার ও শরীর নিয়ে ছুঁতমার্গহীন সানি “রাগিনী এমএমএস”এ নিজের ক্যারিশমা দেখানোর পর সিকোয়েলে হাজির স্বমহিমায় সানি।এক কোটি টাকা নিয়েছেন তিনি এ ছবিতে অভিনয়ের জন্য। “রাগিনী”র গরম দৃশ্যগুলি ইতিমধ্যেই সোস্যাল নেটওয়ার্কে ঝড় তুলেছে। সানি ভক্তরা তাই টান টান আগ্রহে, কবে সানির পূর্ণ রাগিণী পর্দায় দেখবেন! বালাজির পক্ষে খবর, ১৭ জানুয়ারি ২০১৪-তে মুক্তি পাবে “রাগিনী  এমএমএস২”।সূত্রঃ সংবাদ


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc