Wednesday 28th of October 2020 05:22:07 AM
Friday 3rd of April 2015 11:07:32 PM

মুখলিছুর রহমান দৌলা’র হত্যাকারীদের ফাঁসির দাবীতে সমাবেশ  

বৃহত্তর সিলেট ডেস্ক
আমার সিলেট ২৪.কম
মুখলিছুর রহমান দৌলা’র হত্যাকারীদের ফাঁসির দাবীতে সমাবেশ   

আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩এপ্রিল,রেজওয়ান করিম সাব্বির: জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুখলিছুর রহমান দৌলা’র হত্যাকারীদের ফাঁসির দাবীতে জৈন্তাপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দোগ্যে জৈন্তাপুর ঐতিহাসিক বটতলা সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্বে গতকাল শুক্রবার বিকাল ৪টায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাষ্টার আব্দুল জলিল এর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান কামাল আহমদ, বীরমুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান এম.এ.হক, বীরমুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের আহবায়ক আব্দুছ শুক্কুর, মরহুম মুখলিছুর রহমান দৌলা’র ছেলে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মঞ্জুর এলাহী স¤্রাট প্রমুখ। এছাড়া প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ বলেন- মরহুম মুখলিছুর রহমান দৌলা উপজেলা আওয়ামীলীগের একজন প্রাণ পুরুষ ছিলেন। পরিকল্পিত ভাবে দৌলাকে হত্যা করে আইনের ফাঁক ফোকর দিয়ে হত্যাকারীরা মহামান্য উচ্চ আদালত থেকে জামিনেবের হয়ে আসলেও আমারা তা কখনো মেনে নেব না। দৌলা হত্যাকারীদের জামিন বাতিল ও ফাঁসির দাবীতে আগামী ৫এপ্রিল রবিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রধান করার ঘোষনাদেন।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc