মা-বোনকে নির্যাতনের অপরাধে মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

0
565
মা-বোনকে নির্যাতনের অপরাধে মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জে টাকার জন্য প্রায়শই অসুস্থ মা-বোনকে প্রহারের অভিযোগে ছেলে বুলবুল আহমেদ (২২) কে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার (১২ জুলাই ২০২১) বিকেলে তাকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। আটককৃত বুলবুল উপজেলার গজনাইপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে।

জানা যায়, টাকার জন্য প্রায়শই ক্যান্সারে আক্রান্ত অসুস্থ মা ও অল্প আয়ের সংসার বোনকে প্রহার, গালিগালাজ, অপমান করে আসছিল ছেলে বুলবুল আহমেদ। পরে অসুস্থ মা কোনো উপায়ন্তর না পেয়ে ইউএনও বরাবর অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে। পরে দণ্ডবিধি ১৮৬৯ এর ৩৫৫ ধারার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।