মাহমুদুর রহমান ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক

    1
    687

    স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, তথ্যপ্রযুক্তি আইনে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাঁকে আইনের মুখোমুখি হতেই হবে।Tuku
    আজ বৃহস্পতিবার রাজধানীর জিরো পয়েন্টে কৃষক লীগ আয়োজিত হরতালবিরোধী এক সমাবেশে শামসুল হক এসব কথা বলেন। বক্তব্য দেন কৃষক লীগের সাধারণ সম্পাদক শাসসুল হক, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।

    স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, দেশকে অশান্ত করতে অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্য করছেন খালেদা জিয়া। তিনি এটা করছেন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য এবং নিজেকে ও দুই সন্তানকে বাঁচানোর জন্য। এসব করে তাঁদের রক্ষা করা যাবে না।
    স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, খালেদা জিয়া নারী প্রগতির বিরুদ্ধে ধর্মান্ধ মওদুদী জামায়াতকে কাজে লাগিয়ে যুদ্ধ ঘোষণা করেছেন। জামায়াত নেতাদের মেয়েরা মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পড়াশোনা ও কাজ করছেন। এতে কোনো সমস্যা হয় না। তাই এসব ষড়যন্ত্রকারীকে দেশ থেকে বিতাড়িত করতে হবে।
    সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা।