মাশরাফি কেবল অধিনায়কত্ব ছেড়েছেন,টি-টোয়েন্টি ছাড়েননি

    0
    240

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,এপ্রিল,ডেস্ক নিউজঃ   বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, “মাশরাফি কেবল অধিনায়কত্ব ছেড়েছেন, টি-টোয়েন্টি ছাড়েননি।”

    শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
    পাপন বলেন,“যদি প্রয়োজন পড়ে মাশরাফিকে টি-টোয়েন্টি দলে বিসিবি অবশ্যই রাখবে। আমাদের দরকার হলে আমরা কি তাকে ছেড়ে দেব?”

    তিনি বলেন, “মাশরাফি কিন্তু টি-টোয়েন্টি ছাড়েনি। আমরা এখনো বলিনি মাশরাফি স্কোয়াডে (টি-টোয়েন্টির দলে) নেই। ও অধিনায়কত্ব ছেড়েছে!”
    নাজমুল হাসান পাপন বলেন, “তিন সংস্করণে আমাদের তিন অধিনায়ক হবে-আমি প্রথম থেকেই বলছি। ও নিজেকে ফিট মনে করলে অবশ্যই থাকবে (টি-টোয়েন্টি দলে)। আমাদের দরকার হলে আমরা কি তাকে ছেড়ে দেব? অধিনায়কত্ব শুধু ভাগ হয়েছে। মুশফিক তিন সংস্করণেই অধিনায়ক ছিল। ওর দুটির অধিনায়কত্ব চলে গেছে বলে কি মুশফিক বিদায় নিয়েছে?”

    আমি গর্ববোধ করছি: মাশরাফি

    টি-টোয়েন্টির বিদায়ী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বলেছেন, “আমি মনে করি আমি এবং আমার পরিবারের জন্য এটা গর্বের ব্যাপার। এত বছর দেশের জন্য খেলতে পেরে আমি নিজেও গর্ববোধ করছি।”

    শুক্রবার বেলা পৌনে ১২টায় রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    শ্রীলঙ্কায় আমরা একটা ফরমেটও হারিনি এটা নতুন মাইলফলক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।