মাধবপুরে রেলব্রিজ দেবে গিয়ে ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

    0
    308

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০মার্চ,হবিগঞ্জের প্রতিবেদকঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পাহাড়ি ঢলে রেলব্রিজ দেবে গিয়ে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকালে প্রচণ্ড বৃষ্টিপাত হলে পাহাড়ি ঢলে উপজেলার ইটাখলা রেলস্টেশনের অদূরে ৫৬ নং ব্রিজের একটি পিলার দেবে যায়।
    শায়েস্তাগঞ্জে রেলস্টেশনের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) রুহুল আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, ভোর রাতে পাহাড়ি ঢলে ব্রিজটি দেবে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    এ ঘটনায় ঢাকাগামী কালনী ট্রেন শ্রীমঙ্গল ও সিলেটগামী পারাবত ট্রেন মনতলা স্টেশনে আটকা পড়েছে।
    শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের টিকেট কাউন্টার ইনচার্জ কাউছার আহমেদ বলেন, ঢাকাগামী কালনী ট্রেন ও পারাবত ট্রেনের যাত্রীদের অগ্রিম টিকেট ফেরত নেয়া হচ্ছে।