মাধবপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত

0
238

নূরুজ্জামান ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাওলানা আসাদ আলী ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিন্নত আলী (৪৫) মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত আকতার মিয়ার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাওলানা আসাদ আলী ডিগ্রি কলেজের সামনে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-০১৮৬) ব্রিজে দাঁড়ানো অবস্থায় মিন্নত আলীকে ধাক্কা দিয়ে ব্রিজের রেলিংয়ের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মিন্নত আলীর মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের পেট্রল টিমের এসআই খন্দকার বাবুল ইসলাম বলেন, “পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here