মাদকের সমাজ নয়-মানবিক সমাজ চাই

    0
    228

    আমারসিলেটটোয়েন্টিফোর,০৬ সেপ্টেম্বর  : বাংলাদেশ যুব মৈত্রী আজ ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় শাহাবাগ জাতীয় যাদুঘরের সামনে মাদকের সমাজ নয়-মানবিক সমাজ চাই, নেশামুক্ত দেশ জাতি গঠনে দেশবাসিকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সংগঠনের সভাপতি মোস্তফা আলমগীরের সভাপতিত্বে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বাহ্ আলী খান কলিন্স, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, বাংলাদেশ যুব মৈত্রীর সাইফুল ইসলাম তপন, কামরূল ইসলাম নাসিম, হিমাংশু মিত্র, কায়সার আলম, মোশাররফ হোসেন, মাহবুবুল আলম সোহেল, মুতাসিম বিল্লাহ সানী প্রমুখ।

    বক্তাগণ বলেন, দেশ আজ ধীরে ধীরে ভয়াবহ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। মরণ নেশা ইয়াবা, হেরোইন, ফেসসিডিলসহ বিভিন্ন প্রকার নেশা দ্রব্যের সহজলভ্যতার কারণে তরুণ ও যুব সমাজ মরণ নেশায় আশক্ত হচ্ছে, সমাজে তৈরি হচ্ছে অস্থিরতা। দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুব সমাজের হতাশা ও মাদকের সহজলভ্যতা আমাদেরকে মহাদূর্যোগের মধ্যে ফেলেছে। সমাজে বাড়ছে অপরাধ প্রবণতা, লোভ পাচ্ছে বর্তমান প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ। তাই আমাদেরকে এই মহাদূর্যোগের হাত থেকে রক্ষা করতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। ইতিমধ্যে যেসকল তরুণ যুবরা মরণ নেশায় আশক্ত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় খরচে সুচিকিৎসার ব্যবস্থা করে ফিরিয়ে আনতে হবে স্বাভাবিক জীবনে। মাদকের হাত থেকে রক্ষা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কঠোরতা আজ অতীব জরুরি।