ভয়াল সেই ২৯ এপ্রিল আজ

    0
    417

    কক্সবাজার, ২৯ এপ্রিল : ভয়াল সেই ২৯ এপ্রিল আজ। বাংলাদেশের ইতিহাসে শোকাবহ একটি দিন। ১৯৯১ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস কক্সবাজারসহ দেশের উপকূলীয় জনপদ তছনছ করে দিয়েছিল। নিহত হয়েছিল কয়েক লাখ মানুষ। ভেসে গিয়েছিল ফসলের ক্ষেত, লাখ লাখ গবাদি পশু।
    প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তাণ্ডবে কক্সবাজারের আট উপজেলা ও চট্টগ্রামের বাঁশখালী-আনোয়ারাসহ উপকূলের হাজার হাজার গ্রাম লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। ক্ষতি হয়েছিল কোটি কোটি টাকার সম্পদ। ভয়াল সে স্মৃতি আজও কাঁদায় উপকূলবাসীকে।
    আগে থেকেই আবহাওয়ার সতর্কবাণী ছিল ঘূর্ণিঝড় হতে পারে। কিন্তু গ্রাম অঞ্চল হওয়ায় মানুষ ঘূর্ণিঝড় সম্পর্কে সচেতন ছিল না। যার কারণে ১০নং সতর্ক সংকেত চলার পরও মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যায়নি। সরিয়ে নেয়নি গরু-ছাগল কিংবা আসবাবপত্র।  যার কারণে ক্ষতির পরিমাণ বেড়ে যায়।