ভ্রাম্যমান আদালতের অভিযানে সেগুনকাঠ উদ্ধার

    0
    225

    আমার সিলেট  24 ডটকম,২৩অক্টোব,শাব্বির এলাহী: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্ধশতাধিক ফুট সেগুন কাঠ উদ্ধারের খবর পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তর নেতৃত্বে  পরিচালিত একটি মোবাইল টিম  আদমপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এ পরিমান সেগুন কাঠ উদ্ধার করে। অভিযানে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও আদমপুর বিট কর্মকর্তা ছিলেন।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  জাহিদুল ইসলাম মিঞার সাথে আলাপ করে  জানা যায়, উত্তরভাগ গ্রামের আং গণি মাস্টারের বাড়ি থেকে চিরানো সেগুন কাঠ উদ্ধার করা হয়।রাজকান্দি রেঞ্জ অফিস সুত্রে জানা গেছে,৫০/৬০ফুট চেরাই কাঠ উদ্ধার করা হয়।এ রির্পোট লেখা পর্যন্ত মামলা হয়নি।তবে মামলার প্রস্তুতি চলছে বলে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা জানান।