ভৈরবে প্রথম জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে লাখো মানুষের শ্রদ্ধা বিদায় জানিয়েছে অশ্রুজলে

    0
    442
    ভৈরবে প্রথম জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে লাখো মানুষের শ্রদ্ধা বিদায় জানিয়েছে অশ্রুজলে
    ভৈরবে প্রথম জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে লাখো মানুষের শ্রদ্ধা বিদায় জানিয়েছে অশ্রুজলে

    প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রথম জানাজা আজ শুক্রবার সকাল ১০টার দিকে তাঁর নিজ এলাকা ভৈরবে হাজী আসমত আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। তাঁর নিজ এলাকায় এই জানাজায় লাখোমানুষ অংশ নেন।  
    সকালে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘর থেকে জিল্লুর রহমানের মরদেহ হেলিকপ্টারে করে তাঁর জন্মভূমি ভৈরবে নেওয়া হয়। স্থানীয় হেলিপ্যাড থেকে রাষ্ট্রপতির মরদেহ গ্রহণ করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. ছিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক আবুল মনসুর।
    জিল্লুর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ ভোর থেকে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা ও তাঁর নানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া থেকে লাখোমানুষ ভৈরবে জড়ো হন। সকাল থেকে তাঁরা হাজী আসমত আলী কলেজ মাঠে অবস্থান নেন। সকাল ১০টার দিকে সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিভিন্ন সংগঠন ও শ্রেণী-পেশার মানুষ তাঁর কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
    প্রথম জানাজা শেষে রাষ্ট্রপতির মরদেহ হেলিকপ্টারে করে বেলা ১১টার দিকে ঢাকায় আনা হয়েছে। বর্তমানে তাঁর মরদেহ বঙ্গভবনে রাখা হয়েছে। এখানে বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানদের প্রতিনিধিরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
    এরপর জিল্লুর রহমানের দ্বিতীয় জানাজা বাদ জুমা ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বিকেল পাঁচটায় রাজধানীর বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করার কথা রয়েছে।