ভারতের অন্ধপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়

    0
    243

    আমার সিলেট24ডটকম,২১নভেম্বরঃ ক’দিন পূর্বেই ভয়াবহ ফাইলিনের তছনছের চিহ্ন না মুচতেই  আবার  আগামীকাল শুক্রবারই ভারতের অন্ধপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে  ঘূর্ণিঝড় হেলেন৷ গত মাসেই ভয়াবহ ঘূর্ণিঝড় ফাইলিনের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলির৷ ফের হেলেন এলে কী হবে, সে চিন্তায় উদ্বিগ্ণ মত্স্যজীবী ও উপকূল এলাকার বাসিন্দারা৷ ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে৷ মত্স্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে৷
    ভারতীয়  আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশের পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে সরতে থাকবে৷ তারপর ক্রমশ দক্ষিণ দিকে যাবে৷ ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা ওঙ্গলের কাছে৷ হেলেনের জন্য আগামী কয়েকদিন ঝড়সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশে৷ ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে তামিলনাড়ুর উপকীলবর্তী এলাকাতেও৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার বেগে আঘাত করতে পারে  হেলেন নামের ঘূর্ণিঝড়টি ৷