বৃটেনে ১৩ বছর বয়সী পুরুষরা বেশী ধর্ষিত হন

    0
    217

    আমারসিলেট24ডটকম,১৪ফেব্রুয়ারীঃ বৃটেনের পুরুষরা মোটেও নিজ দেশে নিরাপদ নয়। সরকারের প্রকাশিত নতুন এক পরিসংখ্যানে এর ভয়াবহ তথ্য উপস্থাপন করা হয়েছে।পরিসংখ্যানের তথ্যানুযায়ী, বৃটেনে প্রতি বছর ৭২ হাজারেরও বেশি পুরুষ ধর্ষিত ও যৌন নির্যাতনের শিকার হন। সে হিসেবে যুক্তরাজ্যে গড়ে প্রতি ১০টি ধর্ষণের ঘটনার ১টিরও বেশির শিকার হন পুরুষরা এবং শতকরা হারের হিসেবে এ সংখ্যা ১২ শতাংশ। বৃটেনে ধর্ষণের সংজ্ঞা অনুযায়ী পুরুষরাই পুরুষদের ধর্ষণ করতে পারে। রেকর্ডভুক্ত ও রেকর্ড ছাড়া ৭২ হাজারেরও যৌন হয়রানির ঘটনা ঘটেছে ১৩ বছর বা তার বেশি বয়সী পুরুষদের বিরুদ্ধে।পরিসংখ্যানটি বৃটিশ সরকারকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আগামী অর্থবছরে প্রথমবারের মতো ৫ লাখ পাউন্ডের বাজেট নির্ধারণ করা হবে।এ ধরনের নির্যাতনের ঘটনায় পুরুষদের পরামর্শ ও পূর্ণ মানসিক ও নৈতিক সমর্থন দেয়া এবং অন্যান্য সেবা নিশ্চিত করতে নতুন এ বাজেট ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে।