Monday 18th of January 2021 03:28:55 AM
Tuesday 28th of April 2015 06:58:34 PM

বীর মুক্তিযোদ্ধা কৃষি ব্যাংকের জোনাল অফিসার মুজিবুর রহমানের দাফন সম্পন্ন  

শেষ দিন ডেস্ক
আমার সিলেট ২৪.কম
বীর মুক্তিযোদ্ধা কৃষি ব্যাংকের জোনাল অফিসার মুজিবুর রহমানের দাফন সম্পন্ন   

আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮এপ্রিলঃ সিলেট মহানগরীর নূরানী ৪২-১এ বনকলাপাড়া, সুবিদবাজার আবাসিক এলাকার বাসিন্দা বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক জোনাল অফিসার বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান (৬১) গত রোববার ২৬ এপ্রিল রাত সাড়ে তিনটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……রাজিউন) গতকাল রোবার রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন। মৃত্যুকালে পিতা, স্ত্রী, আট ভাই, পাঁচ বোন, তিন ছেলে, এক মেয়ে, নাতিনাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ভাই বোনদের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তিনি দীর্ঘদিন কিডনী রোগে ভোগছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে ৪ নং সেক্টরে বেশ ক’টি সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন।

মুক্তিযোদ্ধা সনদ নং-৩২৯৬৮। গত রোববার বাদ যোহর বনকলাপাড়া জামে মসজিদে মরহুমের ১ম জানাযা অনুষ্ঠিত হয়। মেজিষ্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরীরর নেতৃত্বে একদল চৌকুস পুলিশ সদস্য তাকে গার্ড অব অনার প্রদান করেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মন, ডেপুটি কমান্ডার আলহাজ্ব আব্দুল খালিক, ডেপুটি কমান্ডার মোঃ মনাফ খান, বিম্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুস শহিদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্জ মুক্তিযোদ্ধা আতিক আহমদ চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাদ আছর দরগায়ে হযরত শাহাজালাল মসজিদ প্রাঙ্গনে ২য় জানাজা শেষে দরগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের মৃত্যুতে এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা জাসদের সভাপতি আলহাজ্ব কলন্দর আলী মহানগর জাসদের সভাপতি এডভোকেট জাকির আহমদ, সাধারণ সম্পাদক নাজাত কবির।

জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন আহমদ সাংগঠনিক সম্পাদক লাল মোহন দেব, মহানগর জাসদের দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সহ সম্পাদক আলী আকবর, জহির রায়হান প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc