Tuesday 14th of July 2020 07:59:29 PM
Thursday 19th of April 2018 12:10:04 PM

বিশ্বের দীর্ঘতম ‘স্যান্ডি বিচ’ হিসেবে কক্সবাজার সমুদ্র

জেলা সংবাদ, ভ্রমন বিলাশ ডেস্ক
আমার সিলেট ২৪.কম
বিশ্বের দীর্ঘতম ‘স্যান্ডি বিচ’ হিসেবে কক্সবাজার সমুদ্র

“সৈকতের নাম ঘোষণা করা হবেঃপেখম হোটেল মিটআপ কনফারেন্স ২০১৮-তে এ তথ্য জানান জেলা প্রশাসক কামাল”

আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯এপ্রিল,ডেস্ক নিউজঃ শিগগির বিশ্বের দীর্ঘতম ‘স্যান্ডি বিচ’ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকতের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

হোটেল বিষয়ক সফটওয়্যার ‘পেখম’ ও ‘বিকাশ’ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বুধবার কক্সবাজার শহরের একটি হেটেলে আয়োজিত ‘পেখম হোটেল মিটআপ কনফারেন্স ২০১৮’-এ এই তথ্য জানান তিনি।

মো. কামাল হোসেন এতে আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অর্জনে আমাদের যে লক্ষমাত্রা রয়েছে, তার সাথে এই আয়োজনের সম্পৃক্ততা আছে।

এ জন্য টুরিজ্যম ব্যবসার পরিধি আরও বাড়াতে হোটেলগুলোকে ডিজিটালাইজড করতে হবে। আর এ জন্য এই সম্মেলন।

সম্মেলনের শুরুতে পেখমের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী গিয়াস উদ্দিন স্বাগত বক্তব্যে বলেন, দেশীয় টুরিস্টদের ৭৫% তরুণ। আর ইউরোপে এই হার ৫০ শতাংশ।

এসব তরুণদের অনুসঙ্গ হচ্ছে স্মার্টফোন, গ্যাজেট। তাই হোটেলগুলোর ব্যবসা করতে হলে তরুণদের কথা মাথায় রাখতে হবে।

নয়তো ব্যবসা করা কঠিন হয়ে পড়বে। এ জন্য প্রতিটি হোটেলের উচিত ডিজিটাল ব্যবস্থায় চলে আসা। সম্মেলনের প্রধান অতিথি আখতারুজ জামান খান কবিরও তাঁর বক্তব্যে হোটেল বুকিং সিস্টেমকে ডিজিটাল করার বিষয়ে জোর দেন।

সম্মেলনে উপস্থিত হওয়া হোটেল কর্তৃপক্ষের উদ্দেশ্য তিনি বলেন, অনলাইন বুকিং প্ল্যাটফর্মগুলোতে আপনাদের সেবা সম্পর্কে তুলে ধরে ব্যবসার পরিধি আরও বিস্তৃত করেন।

এতে আরও বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) ফোরকান আহমদ, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের হেড অব কার্ড আব্দুস সবুর খান, পেখমের প্রতিষ্ঠাতা সাকিব নাইমসহ বিভিন্ন  মহলের নেতৃবৃন্দ।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc