বিদেশ যাওয়ার পথে ২০০ বাংলাদেশি বঙ্গপসাগরে আটক

    0
    362

    আমার সিলেট ডেস্ক,২৮ আগস্ট : অবৈধভাবে বিদেশে যাওয়ার পথে অন্তত ২০০ জনকে বঙ্গপসাগরে একটি জাহাজ থেকে আটক করেছে মিয়ানমারের নৌবাহিনী। তারা অবৈধভাবে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশে সাগরে পাড়ি জমিয়েছিল। আজ সকালে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো এ খবর নিশ্চিত করেছে। সোমবার রাতে ময়ানমার জলসীমায় এসব বাংলাদেশি ধরা পড়েছে বলে জানানো হয়েছে।

    আজকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন উপকূল থেকে ছোট ছোট জেলে বোটে করে প্রায় দেড় হাজার বাংলাদেশি ও মিয়ানমার নাগরিক প্রায় দেড়শ কিলোমিটার গভীরে অবস্থিত কয়েকটি বড় জাহাজে গিয়ে ওঠে।

    তাদের মধ্যে প্রায় সাড়ে ৩০০ লোকসহ একটি জাহাজ গতকাল সোমবার রাতে মিয়ানমার জলসীমা থেকে আটক করে দেশটির নৌবাহিনীর একটি টহল দল। ধরা পড়া জাহাজটি থাইল্যান্ডের বলে ধারণা করা হচ্ছে। ওই জাহাজ থেকে আটককৃতদের মধ্যে প্রায় ২০০ জন বাংলাদেশি নাগরিক রয়েছে। বাকিরা মিয়ানমারের আরাকান রাজ্যের রোহিঙ্গা মুসলিম বলে জানানো হয়েছে।