বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুটি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ

    0
    439

    ॥ জিএম ছাইফুল ইসলাম ॥                              3  bnp- leader-

    বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে পল্টন থানায় করা দুটি মামলায় আজ বুধবার অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
    দ্রুতবিচার আদালত-৬-এর বিচারক শাহরিয়ার মাহমুদ যথাক্রমে ৩ ও ৭ এপ্রিল আসামিদের উপস্থিতি ও অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন।
    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, আমানুল্লাহ আমানসহ ২৬ জনের বিরুদ্ধে পল্টন থানায় করা একটি মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিবি পুলিশের কর্মকর্তা আনিসুল ইসলাম।
    এ মামলায় দ্রুতবিচার আদালত-৬-এর বিচারক শাহরিয়ার মাহমুদ ৭ এপ্রিল আসামিদের উপস্থিতি ও অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন।
    একই থানার আরেকটি মামলায় মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেছেন পল্টন থানার উপপরিদর্শক মসিউর রহমান।
    এ মামলায় দ্রুতবিচার আদালত-৬-এর বিচারক ৩ এপ্রিল আসামিদের উপস্থিতি ও অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন।