বাহুবলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৭প্রার্থীর অর্থদণ্ড

    0
    229

    আমারসিলেট24ডটকম,১২ফেব্রুয়ারীঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে মঙ্গলবার ৭ প্রার্থীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ৪ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী। গতকাল দুপুর ও রাতে পৃথক অভিযান চালিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ একেএম সাইফুল আলম।

    গতকাল দুপুরে ও সন্ধ্যায় বাহুবল বাজারে অভিযান পরিচালনাকালে বিভিন্ন দেয়ালে প্রার্থীদের নির্বাচনী পোস্টার লাগানো দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পোস্টারের ছবি তুলে প্রার্থীদের প্রতিনিধিদের খবর দিয়ে এনে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। প্রার্থীদের প্রতিনিধিরা জরিমানার টাকা পরিশোধ করেন। যাদের পোস্টার দেয়ালে লাগানোর অপরাধে জরিমানা করা হয়েছে তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির চৌধুরী (মোটর সাইকেল), ১৯ দলের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুল (কাপ-পিরিচ, ও আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই (আনারস),ভাইস চেয়ারম্যান প্রার্থী এটিএম তামিম (টিউবওয়েল), ইয়াকুত মিয়া (মাইক), আইয়ূব খান (চশমা) ও তারা মিয়া (টিয়া পাখি)।

    এছাড়াও মোবাইল কোর্ট বাজারের আদর্শ মিষ্টিঘরকে এক হাজার টাকা জরিমানা করে।
    উল্লেখ্য, উপজেলা নির্বাচন আচরণ বিধি আইন ২০১৩ এর ১০ (২) ধারার বিধান মতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।