বাজারে কৃষকের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন : মেনন

    0
    459

    Krisok Somiti-1কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণসহ বাজারে কৃষকের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিতে জাতীয় কৃষক সমিতি বরিশাল জেলা শাখার উদ্যোগে উজিরপুর ইসলাদী বাসষ্টান্ডে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি।

    Krisok Somiti-2সমাবেশে মেনন বলেন,আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রয়োজন একদিকে শিল্প বিকাশ ও অপরদিকে ভূমি সংস্কার ও কৃষির গণতান্ত্রিক সংস্কার। আমাদের ভূমি ব্যবস্থা চরম অসাম্যের উপর প্রতিষ্ঠিত। মোট আবাদী জমির এক পঞ্চমাংশ জোতদার ও ধনী কৃষক পরিবারগুলোর হাতে রয়েছে। গ্রামের সাধারণ জনগণ সাধারণতঃ গ্রামীণ মহাজন ও এনজিওদের নির্মম শোষণের শিকার। সাম্রাজ্যবাদ ও আমলা পুঁজির কারসাজির ফলে কৃষকরা ফসলের ন্যায্য দাম পান না। বাজারের শোষণের ফলে সকল শ্রেণীর কৃষক-খেতমজুর-দিনমজুর এবং শহর ও গ্রামের সাধারণ মানুষ শোষিত হচ্ছেন। সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দরুণ অর্থনৈতিক সংকটের মধ্যে বাস করছেন। বাড়ছে আয় বৈষম্য। সাধারণ জনগণের জীবনে অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিা ও বাসস্থানের নিশ্চয়তা সামান্যই আছে। আর তাই কৃষকের স্বার্থ রায় বাজারের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে।Krisok Somiti-3