Monday 18th of January 2021 07:09:42 AM
Monday 15th of June 2015 10:10:29 PM

বাগআঁচড়ায় আওয়ামীলীগ নেতার উপর দুর্বৃত্বদের হামলা

অপরাধ জগত ডেস্ক
আমার সিলেট ২৪.কম
বাগআঁচড়ায় আওয়ামীলীগ নেতার উপর দুর্বৃত্বদের হামলা

“প্রতিবাদে সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল”

আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৫জুন,এম ওসমান: বাগআঁচড়ায় প্রবিন আওয়ামীলীগ নেতার উপর দুর্বৃত্বরা হামলা চালিয়েছে। এ ঘটনায় আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদে নাভারন-সাতক্ষিরা সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করেছে। উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে।

রবিবার সন্ধ্যায় কায়বায় দলীয় প্রগ্রাম বাড়িতে ফেরার পথে বাগআঁচড়া ইউনিয়ান আওমীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালামের উপর শার্শার সাতমাইল এলাকার কুখ্যাত সন্ত্রাসী লাল্টু ধাবক, সুজন, তুষারসহ ৮/১০জন দুর্বৃত্ব হামলা চালায়। এ ঘটনায় তিনি গুরুতর জখম হয়।

এ ঘটনার জেরে প্রতিবাদে সোমবার বাগআঁচড়ায় ইউনিয়ন আওমীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্দেগে এক প্রতিবাদ মিছিল বাগাআঁচড়া বাজারে গুরুত্বপূর্ন সড়ক গুলো প্রদক্ষিন শেষে বিক্ষিপ্ত নেতাকর্মীরা যশোর-সাতক্ষীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় ৩ ঘন্টা যানচলাচলা বন্ধ থাকে।

পরে শার্শা থানার ওসি ইনামুল হকের উপস্থিতিতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ ব্যাপারে ওসি ইনামুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, অবরোধকারীরা বেপরোয়া হলে তাদেরকে ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ার গ্যাস চালাতে বাধ্য হয়েছি। প্রতিবাদকারীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। দুর্বৃত্বদের আটকের ব্যাপারে জানতে চাইলে তিনি আরো বলেন, মামলা হলে ততন্দপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কাবর বকুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, শান্তিপূর্ন অবরোধ চলাকালে পুলিশ ফাঁকা গুলি চালিয়ে ও টিয়ারগ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের লাঠিচার্যে যুবলীগ নেতা টুটুল, হাবিব, অসিমসহ ৮জন আহত হয়েছে।

এদিকে বাগআঁচড়া ইউনিয়ন আওমীলীগের সভাপতি আবুল কামাল উপর হামলার সংবাদ পাওয়ার মাত্রই উপজেলা আওমীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জুর নেত্রীত্বে আওমীলীগ নেতৃর্বন্দু তাকে দেখতে ছুটে চলে যান আহত আবুল কালামের বাসায়। এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওমীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাইম খলিল, যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহারব হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইচ চেয়ারম্যান মেহেদী হাসান ও বাগাআঁচড়া ইউনিয়ান আওমীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল প্রমুখ।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc