বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আয়োজনে ইফতার মাহফিল

0
242
বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আয়োজনে ইফতার মাহফিল
বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আয়োজনে ইফতার মাহফিল

হোসাইন ইকবাল স্পেন থেকেঃ বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন কর্তৃক কমিউনিটির সম্মানে বার্ষিক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সারোয়ার মাহমুদ (স্পেনেনিযুক্ত বাংলাদশের রাষ্ট্রদূত)বলেছেন, জীবনকে পরিশুদ্ব করে গড়ে তুলার মাস মাহে রমজান। বছরের ব্যক্তি ও সমষ্টিগত সকল۔ ভুল ভ্রান্তি মুছে নতুন উদ্যমে একযোগে কমিউনিটি সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

গতকাল ২৯ রমজান মাদ্রিদের রাজপূত রেস্টুরেন্টে সাধারণ সম্পাদক সভাপতি বকুল খান,পরিচালনা যুগ্ম সম্পাদক এইচ এম দবির তালুকদারের সঞ্চালণায় উপ মিশন প্রধান আব্দুর রফা মন্ডল।

বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন আল মামুন ,সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির,

কাজী এনায়েতুল করিম তারেক,বায়তুল মুকাররম জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার,ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহী,স্পেন আওয়ামীলীগের সহসভাপতি একরামুজ্জাম কিরণ, সাধারণ সম্পাদক রিজভী আলম,যুগ্ম সম্পাদক তামিন চৌধুরী,স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল।

গ্রেটার ঢাকা এসোসিয়েশন ইন সাধারণ সম্পাদক মিল্টন ভূঁইয়া কচি,বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান۔গাজীপুর জেলা এসোসিয়েশন ইন স্পেনের অসীম ক্রিস রিবেরি ,গ্রেটার সিলেটের সাবেক প্রধান উপদেষ্টা আব্দুল মুন্তাকিম মুজাক্কির, বৃহত্তর রংপুর সমিতির কমিউনিটি ব্যক্তিত্ব আবু বক্কর, উত্তর বঙ্গ সমিতির সংগঠক মুনির বাহার উদ্দিন ,বাংলাদেশ এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল খান,সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান ওহিদ ,দপ্তর সম্পাদক পিয়াস পাটোয়ারী,সহ দপ্তর সম্পাদক এমদাদুল হক,সদস্য আহমদ আসাদুর রহমান সাদ,সিলেট জেলা এসোসিয়েশনের যুগ্ম۔ আহবায়ক আফসর হুসেন নীলু সাইফুল ইসলাম ইকবাল,আসাদ আলী ,তরুণ সংগঠক হুমায়ুন কবির রিগ্যান ,দক্ষিন সুরমার সিনিয়র.সহ সভাপতি লালশাহ,সাধারণ সম্পাদক লিয়াকত আলী বাংলাদেশ প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সহসভাপতি সেলিম আলম,সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন রাজী ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হোসেন মোঃ ইকবাল ,প্রচার সম্পাদক সাইফুল আমিন ,ক্রীড়া সম্পাদক তামিম ইকবাল,নির্বাহী সদায় সাইফুর রহমান,জিয়াউল হক জুমন প্রমুখ। অনুষ্টানে দুআ পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জান রাজ্জাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here