বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গুগলের লোগোতে পরিবর্তন

    0
    420

    ॥ সৈয়দ আমিরুজ্জামান ॥ bangladesh  ndependence day

    জনপ্রিয় ওয়েব পোর্টাল বা সার্চ ইঞ্জিন গুগলের লোগোতে আজ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পরিবর্তন আনা হয়েছে।

    বিশেষ বিশেষ দিনে গুগলের লোগো পরিবর্তন করা হয়। একে বলা হয় ‘গুগল ডুডল।’ বাংলাদেশের কোনো দিবসে বা বাংলাদেশবিষয়ক এই প্রথম ডুডল প্রকাশ করল গুগল।

    গুগলের প্রতীকী লোগোতে সবুজ মাঠের দিগন্তে মা-বাবার হাত ধরে ছোট্ট শিশুর খুদে হাতে বাংলাদেশের স্বাধীনতার প্রতীক দেখবে পুরো বিশ্ব। গুগল চমকে বিশ্বাসী। আর তা চলতে থাকে অবিরাম, অবিচল। জন্ম থেকেই অনলাইনভিত্তিক মাধ্যমে অদ্ভূত সব কাজ দেখিয়ে গুগল নিজেই নিজের প্রতিদ্বন্দী হয়ে উঠেছে। গুগলের নিয়মিত ভক্তরা প্রায় প্রতিদিনই চমৎকার সব লোগোর সঙ্গে পরিচিত হয়ে থাকেন। এ নিত্য পরিবর্তিত রূপের সঙ্গে সুনির্দিষ্ট গল্পও থাকে।

    ২৬ মার্চ প্রথম প্রহরে গুগল সাইটে (www.google.com.bd) ডুডলটি দেখা যায়। এর ওপর মাউস ক্লিক করলে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০১৩’, শিরোনামটি দেখা যায়।