Tuesday 24th of November 2020 09:15:15 AM
Sunday 28th of April 2013 03:51:00 PM

বসনিয়ায় গণহত্যার জন্য ক্ষমা চাইলেন সার্বিয়ার প্রেসিডেন্ট

সাধারন ডেস্ক
আমার সিলেট ২৪.কম
বসনিয়ায় গণহত্যার জন্য ক্ষমা চাইলেন সার্বিয়ার প্রেসিডেন্ট

ঢাকা, ২৮ এপ্রিল : বসনিয়া-হারজেগোভিনায় যুদ্ধ এবং সেব্রেনিতসায় গণহত্যা চালানোর জন্য ক্ষমা চাইলেন সার্বিয়ার প্রেসিডেন্ট টমিস্লাভ নিকোলিচ।
বসনিয়া যুদ্ধের পর এই প্রথম সার্বিয়ার পক্ষ থেকে ওই অপরাধের জন্য ক্ষমা চাওয়া হলো। বসনিয়া যুদ্ধের সময় খ্রিস্টান সার্ব বাহিনীর হাতে শুধু সেব্রেনিতসাতেই আট হাজারের বেশি মুসলমানকে হত্যা করা হয়।

বসনিয়ায় গণহত্যার জন্য ক্ষমা চাইলেন সার্বিয়ার প্রেসিডেন্ট

বসনিয়ায় গণহত্যার জন্য ক্ষমা চাইলেন সার্বিয়ার প্রেসিডেন্ট

ওই হত্যাকে গণহত্যা বলে স্বীকার করে নিয়ে প্রেসিডেন্ট নিকোলিচ বলেছেন, সেব্রেনিতসায় যে হত্যাকাণ্ড ও অপরাধ সংঘটিত হয়েছে তার জন্য আমি সার্বিয়ার পক্ষ থেকে ক্ষমা চাইছি। তিনি আরও বলেন, আমি আমার অন্তরের অন্ত:স্থল থেকে ক্ষমা চাইছি, আমি দুঃখিত; আমাদের রাষ্ট্র ও আমাদের জনগণের নামে যে বা যারা অপরাধ করেছে আমি তার জন্য ক্ষমা চাই।
টমিস্লাভ নিকোলিচ জানান, তিনি সেব্রেনিতসা পরির্দশনের জন্য পরিকল্পনাও  করেছেন।
গত বছরের মে মাসে নিকোলিচ সার্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রথম দিকে তিনি বসনিয়া যুদ্ধের সময় সেব্রেনিতসা গণহত্যার জন্য ক্ষমা চাইতে রাজি হননি। সে সময় তিনি বলেছিলেন, এ গণহত্যার ঘটনা আন্তর্জাতিক আদালতে প্রমাণ হয়নি।
যদিও ২০০৪ ও ২০০৭ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক বিচার আদালত সেব্রেনিতসার হত্যাকাণ্ডকে সরাসরি গণহত্যা বলে স্বীকার করে নিয়েছে।
উল্লেখ্য, বসনিয়া যুদ্ধে অন্তত এক লাখ মুসলিম প্রাণ দিয়েছেন। ১৯৯২ সালে এই যুদ্ধ শুরু হয়।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc