বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট প্রশিক্ষণে বিএসএফ প্রতিনিধি দল

    0
    248

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২অক্টোবর,বেনাপোল প্রতিনিধিঃ সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ টহল ব্যবস্থাকে আরো উন্নত করতে প্রশিক্ষনের অংশ হিসেবে ২৬ সদস্যের বিএসএফের একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছেন।
    রোববার দুপুর সাড়ে ১২টার সময় প্রতিনিধি দলটি বাংলাদেশে প্রবেশ করেন। বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ডিসি প্রদীপ কুমার নাথ। সাথে ৯ জন অফিসারসহ মোট ২৬ জন রয়েছেন। চট্রগ্রামের বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারে দুই সপ্তাহ ব্যাপি বিজিবি-বিএসএফের যৌথ সীমান্ত প্রশিক্ষনে অংশ নেবেন।
    প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে পৌঁছালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরের ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
    বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ টহল ব্যবস্থাকে আরো উন্নত করতে “বর্ডার ম্যানেজমেন্ট” নামে একটি প্রশিক্ষন কোর্সে অংশ নিতে বিএসএফের প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছেন। এখানে দুই দেশের সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সু-সম্পর্ক বজায় রেখে কিভাবে মাদক, অস্ত্র, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার বন্ধ করা যায় সে লক্ষ্যে উভয় দেশের সীমান্তরক্ষীদের আরো উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে।
    বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, দু’দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আরো উন্নত প্রশিক্ষনের জন্য প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছেন। দুই সপ্তাহ ব্যাপি এই যৌথ প্রশিক্ষন শেষে বিএসএফ প্রতিনিধি দলটি বেনাপোল দিয়ে দেশে ফিরে যাবেন।