বনি আমীন পান্না ও ডাঃ মিলন দিবসে শ্রদ্ধা জ্ঞাপন

    0
    224

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭নভেম্বরঃ ১৯৯৩ সালের ২৭ নভেম্বর সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয়দাতা বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন মৈত্রী সৈনিক বনি আমীন পান্না। দিনটিকে বাংলাদেশ ছাত্র মৈত্রী শ্রদ্ধাভরে পালন করে আসছে।

    সকাল ১০ টায় জাতীয় শহীদ মিনারে শহীদ পান্নার আত্মদানের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পন করে বাংলাদেশ ছাত্র মৈত্রী। এরপর ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ চিকিৎসক নেতা ডাঃ মিলন চত্ত্বরে তার আত্মদানের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন ছাত্র মৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, রাজনৈতিক শিক্ষা সম্পাদক ইয়াতুননেসা রুমা, দপ্তর সম্পাদক হাসিদুল ইসলাম ইসলাম, ছাত্র মৈত্রী নেতা রাকিন আবসার অর্ণব, ফয়সাল আহমেদ সহ প্রমূখ।