বড়লেখা উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ১০৯ ভূমিহীন পরিবার

0
139

আফজাল হোসেন রুমেল,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখায় আশ্রয়ন-২ প্রকল্পের তৃতীয় ও চতুর্থ পর্যায়ে নির্মিত ১০৯ গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ১০৯টি পাকা গৃহ ও ভূমির দলিল হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পাকা গৃহের চাবি ও ভূমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম প্রমুখ।