বড়লেখার দক্ষিণভাগ বাজারে ছারা ড্রাগস’র শুভ উদ্বোধন

0
89

আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধিঃ

স্বাস্থ্য সেবা মানুষের দোড়গুড়ায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ১৬ই ডিসেম্বর বাদ সন্ধ্যায় ছারা ড্রাগস এর শুভ উদ্বোধন করা হয়।

এতে সারুক আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ১০নং দক্ষিণভাগ (দ:) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজির উদ্দিন,  বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো:আজিজুল ইসলাম, দক্ষিণভাগ টিল্লাবাজার দারুল হাদিস মাদ্রাসার মুহতামিম মাওলানা কাওছার আহমদ, ফয়জুর রহমান, সাংবাদিক অলিউর রহমান মালন প্রমূখ।

এতে প্রধান অতিথি মো: আজির উদ্দিন বলেন আল্লাহ ব্যবসা হালাল করেছেন আর সুদ হারাম করেছেন, তাই হালাল কাজ ইবাদত মনে করে কাজ করলে আমরা সাওয়াবের অধিকারী হবো, ছারা ড্রাগস আশা করি মানুষের কল্যাণে কাজ করবে, সহজে এলাকার মানুষের প্রয়োজনীয় ঔষধ পত্রপাবে, পাশাপাশি মানুষের অনেক উপকার আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here