বড়লেখায় একজনের রহস্যজনক মৃত্যু নিয়ে নানা প্রশ্ন?

0
90

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় এক সন্তানের জনক আব্দুস শুক্কুরের (২৪) রহস্যজনক মৃত্যু হয়েছে।এই মৃত্যু পরিকল্পিত প্ররোচনা নাকি নিছক আত্মহত্যা? এ নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের অবতারণা। রোববার দিবাগত রাতে নিজ শয়নকক্ষ থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত শুক্কুর উপজেলার সুজানগর ইউনিয়নের পূর্ব-বড়থল গ্রামের ওয়াহিদ আলীর ছেলে।

স্ত্রীসহ পরিবারের সদস্যদের দাবি, শুক্কুর আত্মহত্যা করেছে। তবে এর কারণ কেউ নিশ্চিত করতে পারেননি। সোমবার সকালে পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, “এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের ধারণা পারিবারিক বড় ধরনের কোন সমস্যার কারণেই এ মৃত্যুর কারণ হতে পারে।গভীরভাবে তদন্ত করলে বিষয়টির আসল রহস্য বেরিয়ে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here