বঙ্গবন্ধু রক্তের বিনিময়ে বাঙালি জাতিকে রক্ষা করেছেন

    0
    249

    ঢাকা, ১৪ আগস্ট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে ৭ মার্চ ১৮ মিনিটের ঐতিহাসিক ভাষণের মধ্যদিয়ে প্রথমে দেশের আপামর মানুষকে প্রস্তুত করেছেন জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা বলেন। পরে মুক্তিযুদ্ধের জন্য সকলকে আহবান জানিয়েছেন।

    আজ বুধবার রাজধানীর জাতীয় জাদুঘরের উদ্যোগে কবি সুফিয়া কামাল মিলনায়তনে  স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন। এতে মূল বক্তা ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ।
    জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টির সভাপতি এম আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধু রক্তের বিনিময়ে বাঙালি জাতিকে রক্ষা করেছেন। তার রক্তের ঋণ শুধতে দেশের কল্যাণে সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। বক্তারা ভবিষৎ প্রজন্মকে সত্যিকারের ইতিহাস জানাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনাদর্শ অণুপ্রাণিত হয়ে আম্প্রদায়িক দুনীতিমুক্ত দেশ গঠন এবং তাঁর সংগ্রামী জীবন নিয়ে ব্যাপক গবেষণামূলক কাজ করতে শিক্ষিত সমাজের প্রতি  আহবান জানান।

    সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টের সভাপতি জাতীয় অধ্যাপক ড. সালাউদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডরীর সদস্য ও বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টির সদস্য অধ্যাপক ড. সুলতানা শফি। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু অসম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ বৈষম্যহীন জাতি গঠনে বিশাল ভূমিকা রেখেছেন।