ফলো আপঃকমলগঞ্জে ডাক্তার নার্সদের অবহেলায় গৃহবধুর মৃত্যুতে তদন্ত কমিটি

0
583
ফলো আপঃকমলগঞ্জে ডাক্তার নার্সদের অবহেলায় গৃহবধুর মৃত্যুতে তদন্ত কমিটি
ফলো আপঃকমলগঞ্জে ডাক্তার নার্সদের অবহেলায় গৃহবধুর মৃত্যুতে তদন্ত কমিটি


শাব্বির এলাহী,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুমি বেগম (২৪) নামে এক গৃহবধুর মৃত্যুর ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।এদিন দুপুরেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজেদুল কবিরকে প্রধান করে ৩ (তিন) সদস্যের তদন্ত কমিটি গঠন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূইয়া।

তিনি জানান, কমিটির অপর দুই সদস্য হলেন ডা. সৌমিত্র সিংহ ও ডা. জয়দীপ পাল। গঠিত তদন্ত কমিটিকে আগামী ৭ (সাত) দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে ডাক্তার ও নার্সদের অবহেলার শিকার হয়ে মৃত্যুবরণকারী সুমি বেগমের লাশ শুক্রবার সাড়ে ১১টায় নিজ গ্রাম রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় জানাজা শেষে দাফন করা হয়।

এ ঘটনায় জানাজায় উপস্থিত এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।