প্রাকৃতিক প্রতিরক্ষা বর্ম, অসাধারণ জীববৈচিত্রের আধার, বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত অমূল্য সম্পদ সুন্দরবন

    0
    417
    প্রাকৃতিক প্রতিরক্ষা বর্ম, অসাধারণ জীববৈচিত্রের আধার, বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত অমূল্য সম্পদ সুন্দরবন
    প্রাকৃতিক প্রতিরক্ষা বর্ম, অসাধারণ জীববৈচিত্রের আধার, বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত অমূল্য সম্পদ সুন্দরবন

    সুন্দরবনের পক্ষে সারাদেশের যে লক্ষ লক্ষ তরুণ ভোট দিয়েছিলেন, তাঁদের সামনে এখন পরীক্ষা। বাংলাদেশ ও ভারতের সরকার যৌথভাবে বাংলাদেশ অংশের সুন্দরবন ধ্বংস করবার সব আয়োজন চূড়ান্ত করেছে। এই সুন্দরবন আমাদের সর্বশেষ প্রাকৃতিক প্রতিরক্ষা বর্ম, অসাধারণ জীববৈচিত্রের আধার, বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত অমূল্য সম্পদ।আগেই একাধিক বিশেষজ্ঞ দল সমীক্ষা করে দেখিয়েছেন এই প্রকল্প সুন্দরবন ও বাংলাদেশের সর্বনাশ করবে। সরকারের পক্ষ থেকে পরিবশে অভিঘাত সমীক্ষা (ইআইএ) করবার আগেই জমি দখল করা হয়েছে, মানুষ উচ্ছেদ করা হয়েছে।গত সপ্তাহে লোক দেখানো ইআইএ পর্যালোচনা সভায় বিশেষজ্ঞরা এই প্রতারণামূলক দলিল প্রত্যাখ্যান করেছেন। তারপরও বিদ্যুতের মূলা ঝুলিয়ে, কতিপয় গোষ্ঠীর লাভের জন্য, এই চুক্তি স্বাক্ষর করে এই দেশকে এক বড় সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে দুই সরকার। এর বিরুদ্ধে ভারত ও বাংলাদেশ উভয় দেশের মানুষের রুখে দাঁড়ানো কর্তব্য। সুন্দরবনের পক্ষে যারা ভোট দিলেন সেই তরুণদের এখন অনেক দায়িত্ব। দেশ ও সুন্দরবন এখন তাঁদেরই খুঁজছে।