প্রবাসী আজিজ হত্যা মামলায় পলাতক আসামিকে গ্রেপ্তার

    0
    220

    আমার সিলেট  24 ডটকম,১৩নভেম্বর,শাব্বির এলাহী মৌলভি বাজার জেলার কুলাউড়া উপজেলার প্রবাসী আজিজ হত্যা মামলায় দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে কুলাউড়া পুলিশ। ১১ নভেম্বও সোমবার বিকেলে ও গতকাল মঙ্গলবার ভোরে ভাটেরা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-কুলাউড়া  উপজেলার ভাটেরা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পাখী মিয়ার ছেলে সামাদ মিয়া (২৫) ও একই ইউনিয়নের কলিমাবাদ গ্রামের ফাতির আলীর ছেলে সানা মিয়া (২৯)। ইতিমধ্যে প্রবাসী আজিজ হত্যা কান্ডের ঘটনায় নিহতের আপন ভাবি জাহানারা বেগম শাহানা (২৮), ভাটেরা বেড়কুড়ি গ্রামের রহমত মিয়া (৩৬) ও কয়েছ (২৭) কে পুলিশ গ্রেপ্তার করে।

    এ নিয়ে আজিজ হত্যা কান্ডে এখন পর্যন্ত পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। নিহতের ভাবি জাহানারা বেগম শাহানা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে আজিজ হত্যাকান্ডে নিজে এবং তার স্বামী নিহতের বড়ভাই বাহরাইন প্রবাসী আব্দুল খালিকের পরিকল্পনার কথা স্বীকার করে বলেন, ভাটেরা এলাকায় মৃত আসিদ আলীর ছেলে মো. কাশেম মিয়ার মাধ্যমে অর্থের বিনিময়ে দেবর আজিজকে খুন করার কথা জবানবন্দি দেন। তবে মূল হত্যাকারী কাশেম এখনও ধরাছোঁয়ার বাহিরে রয়েছে কুলাউড়া থানার ইনচার্জ হাসানুজ্জামান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর প্রবাসী আজিজ নিখোঁজ হন এবং ১০ অক্টোবর ১৪দিন পর হাকালুকি হাওরে তার মৃত দেহ পাওয়া যায়।