প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সিলেটে

    0
    258

    আমারসিলেট 24ডটকম , সেপ্টেম্বর  :  সিলেটে শাহজালাল ও শাহপরাণ (র.) মাজার জিয়ার শেষে সিলেট সেনানিবাসে পৌঁছেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তিনি সেনানিবাসে পৌঁছান। এখানে তিনি সিলেট ১ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি জোহরের নামাজ পড়বেন ও মধ্যাহ্ন বিরতি নেবেন। এর আগে প্রধানমন্ত্রী  সকাল সাড়ে ১০টায় তিনি শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন। পরে এখান থেকে শাহপরাণের উদ্দেশে রওয়ানা হয়ে সোয়া ১১টায় মাজারে পৌঁছান।
    মাজার জিয়ারতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, দফতর বিহিনীর মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এমপি, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, সংসদ সদস্য শফিকুর রহমান, জেবুন্নেছা হক এমপি। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা থেকে বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে সকাল ১০টায় সিলেট ওসমানী বিমাবন্দরে অবতরণ করেন।