প্রথম দফায় ৬৯২ জন চেয়ারম্যান প্রার্থীঃ ৯৮টি উপজেলা

    0
    249

    আমারসিলেট24ডটকম,২৬জানুয়ারীঃ দেশের চতুর্থ উপজেলা নির্বাচনের প্রথম দফার নির্বাচনে ২৫ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল  সারা দেশের ৯৮ উপজেলায় চেয়ারম্যান পদে ৬৯২, ভাইস-চেয়ারম্যান পদে ৬৬০ ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩৮০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে। তফসিল অনুযায়ী প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৬ ও ২৭ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি।

    সারা দেশে ৪৮৭ উপজেলা থাকলেও মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ভোটগ্রহণ হবে ছয় ধাপে। প্রথম দফায় ১০২ উপজেলায় নির্বাচন করার ঘোষণা করে নির্বাচন কমিশন। পরবর্তীতে রংপুরের চার উপজেলায় সীমানা বিরোধের কারণে প্রথম দফায় এ নির্বাচন স্থগিত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। যে চার উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে সেগুলো হলো, রংপুর জেলার গংগাচড়া, কাউনিয়া, পীরগাছা ও রংপুর সদর।