প্রতিশ্র“ত ধারা বাদ দিয়ে শ্রমআইন সংশোধন করা হয়েছে : জাতীয় শ্রমিক ফেডারেশন

    0
    411

    প্রতিশ্র“ত ধারা বাদ দিয়ে শ্রমআইন সংশোধন করা হয়েছে : জাতীয় শ্রমিক ফেডারেশন
    প্রতিশ্র“ত ধারা বাদ দিয়ে শ্রমআইন সংশোধন করা হয়েছে : জাতীয় শ্রমিক ফেডারেশন

    জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সভাপতি জনাব হাফিজুর রহমান ভূইয়া ও সাধারণ সম্পাদক জনাব শফিউদ্দিন আহমেদ মন্ত্রীসভায় শ্রমআইনের খসড়া অনুমোদনে প্রতিক্রিয়ায় বলেন, অবশেষে সরকার দীর্ঘ সময় ক্ষেপণ করে শ্রমআইন ২০০৬-এর নীতিগতভাবে সংশোধন করেছে। তবে শ্রমআইন সংশোধন কমিটির সাথে সরকার পক্ষ যে যে ধারা সংশোধনে ঐক্যমত পোষণ করেছিল তার অধিকাংশকেই পাশ কাটিয়ে এই আইন সংশোধন করা হয়েছে। নতুন সংশোধনীতে মালিক পক্ষের স্বার্থ ও প্রাধান্যই বহাল রাখা হয়েছে। প্রতিক্রিয়ায় সরকার কর্তৃক প্রতিশ্র“ত আইএলও সনদের ৮৭ ও ৯৮ ধারার সাথে এই সংশোধনী অংসগতিপূর্ণ বলে অভিমত ব্যক্ত করা হয়। একই সাথে সংশোধনীতে শ্রমআইনের কতিপয় ধারায় শ্রমিক স্বার্থ সংরক্ষণ হবে বলে তারা সরকারকে সাধুবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ শ্রমআইনে আইএলও সনদ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকবে বলে দৃঢ়মত ব্যক্ত করেন।