পুলিশ বাহিনীর এই স্পর্ধা এখনই বন্ধ হওয়া উচিতঃড.মিজান

    0
    225

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪ফেব্রুয়ারীঃ রাজধানীতে চা বিক্রেতার মৃত্যুতে পুলিশের ভূমিকা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, “পুলিশ বাহিনীর এই স্পর্ধা এখনই বন্ধ হওয়া উচিত। এটি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। যখন টাকা না দেয়ার কারণে একজন চা বিক্রেতাকে আগুনে পুড়ে যেতে হয়, তখন এ রকম পুলিশ সদস্য আমাদের দরকার নেই।”

    আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চা বিক্রেতা বাবুলের মৃত্যুর পর তার স্বজনদের সান্ত্বনা দিতে গিয়ে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
    গতকাল বুধবার রাতে শাহআলী থানার গুদারাঘাট এলাকায় পুলিশের লাঠির আঘাতের জেরে চুলার আগুনে চা বিক্রেতা বাবুল দগ্ধ হন। আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবারের অভিযোগ, মাদক ব্যবসার প্রতিবাদ করায় বেশ কিছুদিন ধরেই পুলিশ তাকে হয়রানি করে আসছিল। চাঁদা না দেয়ায় পুলিশ লাঠি দিয়ে তেলের চুলায় আঘাত করে।

    এ ঘটনায় শাহ আলী থানার ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে ২টি তদন্ত কমিটি।