পীরগঞ্জে নিষিদ্ধ নোট-গাইডের ছড়াছড়ি:প্রশাসন নিরব

    0
    256

    গীতিগমন চন্দ্র রায়,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলার পৌর শহর সহ বিভিন্ন হাটবাজার এলাকায় নিষিদ্ধ নোট ও গাইড বইয়ের বেচা কেনা দেদার্সে চলছে।

    জানা যায়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল ক্লাশের নোট ও গাইড বই পীরগঞ্জের লাইব্রেরী গুলোতে ছাত্রছাত্রী ও অভিভাবক সহ কেনার জন্য ভির জমে ওঠেছে। ষষ্ঠ শ্রেণির এক সেট সহায়ক বই কিনতে ১৩৩০/- সপ্তম শ্রেণির ১৪৮০/-, অষ্টম শ্রেণির ১৬৮০/-, নবম শ্রেণির বিজ্ঞান শাখার ৩০০০/-, ও মানবিক শ্খাার ২৫০০/- মূল্য হওয়ায় ছাত্র ছাত্রীর অভিভাবকেরা বই কিনতে পারছেনা ।

    জানা যায়, উপজেলার শিক্ষক সমিতি ও প্রশাসনের হাত রেখে এসব ব্যবসা দিন দিন চলতেই আছে বলে সুশীল সমাজ অভিযোগ জানিয়েছেন সাংবাদিকের কাছে।