পিকআপ ভর্তি চোরাই কাঠ সহ ২ জন আটক

    0
    299

    আমারসিলেটটোয়েন্টিফোর,০৭ সেপ্টেম্বর শাব্বির এলাহী :  মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে চোরাই কাঠ ভর্তি পিকআপ সহ ২ ব্যক্তিকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ । এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করছে।  জানা যায়, বুধবার রাত সাড়ে ৯ টায় পুলিশের টহল দল কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে চোরাই কাঠবাহী একটি পিকআপ আটকায়। পিকআপ থেকে ২৬ ঘনফুট পরিমাণ চোরাই গামাই কাঠ আটকের পর জব্দ করে। জব্দকৃত কাঠের বাজার মূল্য আনুমানিক ৪০ থেকে ৪৫ হাজার টাকা হবে। এ সময় কাঠ পাচারের দায়ে আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামের তাজুল ইসলাম (৫৫) ও পিকআপের চালক  সুমন মিয়া (২৫)কে আটক করা হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানার এসআই নূর মিয়া বাদী হয়ে বন আইনে মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চম্পক ধাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,কাঠ সহ পিকআপ জব্দ করা হয়েছে।

    কমলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট সমাপ্ত

    আমারসিলেটটোয়েন্টিফোর,০৭ সেপ্টেম্বর শাব্বির এলাহী : বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০১৩ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা বুধবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ বহুমুখী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে মেয়েদের খেলায় সিদ্ধেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে আধকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়-কে পরাজিত করে এবং ছেলেদের খেলায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে ২নং রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল প্রমূখ।