পাড়া-মহল্লায় জামাত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ্য সংগ্রাম গড়ে তুলুন : মেনন

    0
    474
    সর্বদলীয় সভায় রাশেদ খান মেনন
    পাড়া-মহল্লায় জামাত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ্য সংগ্রাম গড়ে তুলুন।
    “পাড়া-মহল্লায় জনগণকে সাথে নিয়ে জামাত-শিবিরের অপপ্রচার ও তান্ডবের বিরুদ্ধে প্রতিরোধ্য সংগ্রাম গড়ে তুলতে হবে। এ প্রতিরোধের মধ্যে দিয়ে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজ সন্ধ্যায় পল্টনে সর্বদলীয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় রাশেদ খান মেনন এমপি এ আহ্বান জানান।” Rashed Khan Menon
    গতকাল ২১ মার্চ সন্ধ্যায় পল্টন কমিউনিটি সেন্টারে সর্বদলীয় সমাবেশে এনামুল হক আবুল-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরূল আহসান, মহানগর নেতা মোস্তফা আলমগীর রতন, সেন্টাল মিডিয়া সেল সম্পাদক রফিকুল ইসলাম সুজন, আওয়ামী লীগ নেতা কামাল চৌধুরী, , মুস্তবা জামান পপি, ন্যাপ-এর নেতা নাসিমা হক রুবি, কমিউনিস্ট পার্টির নেতা জলি তালুকদার, এ্যাড. হেদায়েত, জাসদের জাকির হোসেন, গণতন্ত্রী পার্টির নেতা এ্যাড. কমল ঘোষ, সাম্যবাদী দলের নেতা দেলোয়ার হোসেন প্রমুখসহ ১৪ দল, সিপিবি, বাসদসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
    রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধী শক্তি আজ দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। এদের উস্কে দিচ্ছে প্রধান বিরোধী দল। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এ যুদ্ধে জনতার বিজয় প্রতিষ্ঠা করতে হবে।