পাহাড়ি ঢলে চুনারুঘাটের মহাসড়কে যান চলাচল বন্ধ

    0
    266

    “ঢাকা সিলেট  পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছন্ডিছড়া ব্রীজ সংলগ্ন মহাসড়কে যান চলাচল বন্ধ”

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯জুন,এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকেঃ    ঢাকা সিলেট  পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছন্ডিছড়া ব্রীজ সংলগ্ন রাস্তা পানির স্রোতে ভেঙ্গে গেছে। গত দুদিনের প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলে পানিতে আজ সোমবার ভোরে ব্রীজ সংলগ্ন রাস্তাটি পানিতে ভাসিয়ে নিয়ে যায়। ফলে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট-মাধবপুর সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।

    এদিকে আমু চা বাগান থেকে আমুরোড হয়ে বিকল্প সড়ক পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় উপজেলার ৩টি চা বাগানসহ ঐ এলাকার হাজার হাজার মানুষ যোগাযোগ বঞ্চিত হয়ে পড়েছে। গত দুদিন ধরে ভারী ও মাঝারি বর্ষন এবং পাহাড়ী ঢলে আজ সকালে পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের চন্ডিছড়া এলাকার ব্রীজ সংলগ্ন রাস্তাটি প্রায় ৬০ ফুট ভেঙ্গে নিয়ে গেছে। এতে শত শত চা বাগানের চা গাছও পানিতে তলিয়ে নিয়ে গেছে।

    ফলে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট-মাধবপুর আঞ্চলিক সড়কে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের ব্রীজের নিকট পরিদর্শন করেন এবং পরিদর্শনকালে সঙ্গে ছিলেন রোডসেন হাইওয়ের নির্বাহী প্রকৌশলী। এবিষয়ে চন্ডিছড়া চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, সকাল অনুমান ৬টার দিকে বিকট শব্দে ব্রীজটির দক্ষিনাংশের সড়ক ভেঙ্গে যায়। এতে পানিতে ভাসিয়ে নিয়ে গেছে প্রায় ৬০ ফুট সড়ক।

    এখানে এমন ভাবে ভেঙ্গে নিয়ে গেছে যে, এখানে কোন সড়ক ছিল বলে মনে হচ্ছে না।