পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও ডেমু ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু

    0
    217

    দিনাজপুর, ১৬ আগস্ট : গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পার্বতীপুর থেকে পরীক্ষামূলকভাবে চীনের নির্মিত অত্যাধুনিক ডেমু ট্রেনটি দিনাজপুর রেলস্টেশনে এসে পৌঁছে। পরীক্ষামূলক অত্যাধুনিক ডেমু ট্রেনের গতি ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার। অত্যাধুনিক হওয়া সত্ত্বেও যাত্রীরা অভিযোগ করে বলেন ট্রেনে টয়লেট না থাকায় এবং বাতাস ঠিকমত না পাওয়াতে যাত্রী সাধারণের সমস্যা হচ্ছে। ডিভিশনাল রেলওয়ে উর্ধ্বতন কর্মকর্তা আব্দুল হাই সরকার বলেন ট্রেনটি পরীক্ষামূলকভাবে পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও যাচ্ছে। পরবর্তীতে টাইম টেবিল সম্বন্ধে যাত্রী সাধারণকে জানানো হবে। ডেমু ট্রেনের যাত্রীরা বলেন ট্রেনটি খুবই অত্যাধুনিক এবং যাত্রাও আরাম দায়ক। তবে টয়লেট ও বাতাসের ব্যবস্থা ভাল হলে যাত্রীরা যাত্রা কালীন আনন্দ উপভোগ করতে পারবে। এ সময় স্টেশন সুপারিনটেনডেন্ট দিনাজপুর গোলাম মোস্তফা, স্টেশন মাষ্টার মাসুদ পারভেজ ডিএসই রেজাউল করিম (লালমনিরহাট) প্রধান নির্বাহী কেন্দ্রীয় লোক মেডিক কারখানা পার্বতীপুর মো. হাসান মঞ্জুর, ডিএ রেলওয়ে লালমনিরহাট আসাদুল হক এবং আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পুলিশ ওসি গুলজার হোসেন।