পারস্য নববর্ষ নওরোজ পালন

    0
    420

    নিজের ঐতিহ্য রক্ষায় আরও একটি জাতি যুদ্ধে অবতীর্ণ। পারস্য দেশ। তাদের দেশে ইসলামিক রেভ্যুলুশনের পরও তাদের পারস্য নববর্ষ নওরোজ পালনে বাধা সৃষ্টি করতে পারেনি। তাদের দেশে ঈদ উজ্জাপনে নেই কোন আড়ম্বর। নওরোজই তাদের দেশের সবচাইতে বড় উজ্জাপন। ইসলামিক রেভ্যুলুশনের পর তাদের অনেক বিষয়ে নিষেধাজ্ঞা অবতীর্ণ হয়েছে কিন্তু নওরোজকে খোমেনি বাঁধাগ্রস্ত করেনি। তারা আরব থেকে মুলত কোন কালচারই আমদানি করেনি। যেটা আমরা বাঙালি মুসলমানরা করেছি। এদিনে ইরানের নওরোজ উজ্জাপনকারিরা অগ্নির কুন্ড জ্বালায়। আগুনের উপর লাফ দেয় পুরাতনকে পুড়িয়ে নতুন বছরে নতুন জীবন এবং উদ্যমকে স্বাগত জানাতে। তাতে কিন্তু তাদের অগ্নিপুজো হয়না। ইরানের মত মুসলিম আইন অন্য কোন দেশে খুব কম আছে। তারা তাদের কালচারকে অবমাননা করেনা। আমরা করি। আমাদের পহেলা বৈশাখ তুলে দেওয়ার প্রক্রিয়া চলেছে। রমনার বটমূলে বম্বিং হয়েছে। পহেলা বৈশাখকে হিন্দু উজ্জাপনে নামান্তরিত করা হয়েছে। এ আমাদের দুর্ভাগ্য। আর এক মাস পর আমাদের পহেলা বৈশাখ। আমার বন্ধুদের প্রতি আমার সুবিনয় অনুরোধ, আমাদের শ্বাশত বাঙালি কালচারগুলোকে পুনরুদ্ধার করুন। যতটা সম্ভব আমাদের সেই ঐতিহ্যবাহি ১২ মাসের ১৩ পার্বণের সেই বাংলাকে ফিরিয়ে আনি। এ আমাদের সম্পদ। আমাদের ঐশ্বর্য। আমাদের শেকড়। আমাদের গৌরব। আমাদের পরিচয়। Nowroz in Iran