পাকিস্তানে যানাজায় আত্মঘাতী বোমা হামলা : নিহত ৩০

    0
    214

    ঢাকা, ০৮ আগস্ট : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কয়োটা শহরে একটি যানাজার অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জন নিহত হয়েছে। দিশটিতে ঈদের ঠিক আগের দিন এই হামলার ঘটনা ঘটলো। নিহতদের মধ্যে শহর পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম সুত্রে জানা যায়।
    স্থানীয় পুলিশ সুত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, যানাজাটি ছিল একজন পুলিশ অফিসারের। কয়োটা শহরের একটি থানার পাশের মসজিদে তার যানাজার নামাজ চলার সময় ওই আত্মঘাতী হামলা চালানো হয়। ওই হামলায় বেলুচিস্তান পুলিশের ডিআইজি ফায়াজ সুমবল, সংশ্লিষ্ট থানার সুপার ও ডেপুটি সুপারও নিহত হন। এই হামলায় কমপক্ষে কয়েকটি শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    উল্লেখ্য এর আগে বৃহস্পতিবার সকালেই কয়োটার আলামু চক এলাকায় পুলিশ কর্মকর্তা মহিব উল্লাহকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এসময় তার চার সন্তান ও গাড়িচালকও আহত হয়। এখনো কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।