পাকিস্তানি আদনান সামিকে ভারত ছাড়ার নির্দেশ

    0
    207

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবরউপমহাদেশের জনপ্রিয় গায়ক আদনান সামিকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। “মহারাষ্ট্র নবনির্মান চিত্রপট কর্মচারি সেনা” নামের চলচ্চিত্র বিষয়ক সংগঠনটি অভিযোগ করেছে, সামির ভিসার মেয়াদ শেষ। তাই তাকে ভারত ত্যাগ করতে হবে। রাজ থাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এমএনএসের চলচ্চিত্র শাখা “মহারাষ্ট্র নবনির্মান চিত্রপট কর্মচারি সেনা”।

    বলা হয়, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিযোগ পেয়ে তারা সামিকে তলব করেন। সঙঘঠনের প্রধান আ্যামে খেআপকার বলেন, আদনান সামি আমাদের সাথে দেখা করতে এসেছিল। তাকে আমরা ভারত ছাড়তে বলেছি। কারন তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এছাড়া আমরা আমাদের দেশীয় শিল্পীদের প্রধান্য দিয়ে থাকি।

    একটি পারিবারিক আদালত বলেছেন, তিনি পাকিস্তানি পাসপোর্টধারী। মেয়াদ শেষ হলে এটি আবার নবায়ন করা হয়। সবর্শেষ ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৬ অক্টোবর ২০১৩ পর্যন্ত পার্সপোর্ট নবায়ন করা হয়েছে। সে অনুসারে ৬ অক্টোবর তার ভারতে থাকার ভিসা শেষ হয়েছে।