Wednesday 20th of January 2021 06:17:02 AM
Wednesday 2nd of December 2020 12:28:44 AM

নড়াইল ২পৌরসভায় আ’লীগের ২১ মেয়র মনোনয়ন প্রত্যাশী

জেলা সংবাদ, স্থানীয় সরকার ডেস্ক
আমার সিলেট ২৪.কম
নড়াইল ২পৌরসভায় আ’লীগের ২১ মেয়র মনোনয়ন প্রত্যাশী

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল প্রয়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের স্ত্রী হুর জাহান বেগমসহ নড়াইল কালিয়া পৌরসভার জন্য আওয়ামীলীগের মেয়র মনোনয়ন প্রত্যাশীদের ২১ জনের আবেদন ফরম জমা পড়েছে। আসন্ন নড়াইল কালিয়া পৌরসভা নির্বাচন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন ফরম জমা নেয়ার কার্যক্রম আজ মঙ্গলবার শেষ  হয়েছে।  ২টি পৌরসভায় জন্য মোট ২১ জন প্রার্থী  আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতিকের জন্য  জীবন বৃত্তান্তসহ আবেদন ফরম জমা দিয়েছেন।

সদরে নড়াইল প্রয়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের স্ত্রী হুর জাহান বেগম, নারী নেত্রী আঞ্জুমান আরা, আওয়ামীলীগ নেতা মোঃ আজহারুল ইসলাম, ক্রিড়া সংগঠক আশিকুর রহমান মিকু, জেলা যুবলীগের আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান , জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ গাউছুল আযম মাসুম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ হোসেনসহ ১১জন  এবং কালিয়া পৌরসভার বর্তমান মেয়র মুশফিকুর রহমান লিটনসাবেক মেয়র বি এম ইকরামুলক হক টুকু,বি এম ইমদাদুল হক টুলু, তাপস কুমার বিশ্বাস, মোঃ শাহিদুল ইসলাম শাহি,ওয়াহিদুজ্জামান হিরা সহ ১০জন জেলা আওয়ামী লীগ কার্যালয় এসে তাদের জীবনবৃত্তান্তসহ আবেদন ফরম জমা দিয়েছেন। 

জেলা আওয়ামীলীগ কার্যালয় সূত্রে জানা গেছে আগামীকাল বুধবার বিকাল ৩টায় এসব প্রার্থীদের যাচাই বাছাই করা হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান,  জেলা আওয়ামীলীগ কার্যালয়ের তথ্য প্রযুক্তি সেলের পরিচালক ইঞ্জিঃ খশরুল আলম পলাশসহ বিভিন্ন পর্যায়েরর নেতৃা কর্মি এ সময় উপস্থিত ছিলেন।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc